১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তালতলীতে ইউপি চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরাল

-

বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়ন চেয়ারম্যান ও একটি পর্নোগ্রাফি মামলার সাক্ষী আব্দুর রাজ্জাক হাওলাদারের সাথে এক তরুণীর আপত্তিকর দুটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা চেয়ারম্যানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। বরগুনা জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, বিষয়টি আমি জানি না। ঘটনার সত্যতা প্রমাণ হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। দলের ভাবমূর্তি ক্ষুণœ হয় এমন কোনো বিষয়ে ছাড় দেয়া হবে না। বরগুনা জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি জেনেছি। সঠিক অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement