১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হোসেনপুরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

-

কিশোরগঞ্জের হোসেনপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে সবুজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত মঙ্গলবার বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের বাঘালিয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের মো: মধুর বাপের ছেলে। সবুজ তারই চাচাতো ভাই সুলাইমানের ছেলে আব্দুল হাকিমের (২৮) ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হয় বলে নিহতের পরিবার দাবি করে।

অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার জানান, দীর্ঘ দিন ধরে ওই দুই পরিবারের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার বিকেলে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি ও পরে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সবুজ মিয়া নিহত হন। এ সময় বড়ভাইকে বাঁচাতে গিয়ে নিহতের ছোট ভাই হাক্কু মিয়াও (৪০) গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন এবং ওসি তদন্ত মো: টুটুল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসল রহস্য উদঘাটন ও আলামত সংগ্রহের পাশাপাশি ঘাতককে গ্রেফতারে বিভিন্ন এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।


আরো সংবাদ



premium cement