১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম তালুকদারের ইন্তেকাল

-

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৌলডুবী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ সিরাজুল ইসলাম তালুকদার গত রোববার রাত সাড়ে ৯টায় ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে যান। গতকাল সোমবার সকাল ১০টায় দক্ষিণ শৌলডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর নেতৃত্বে ফরিদপুর জেলা পুলিশের একটি চৌকস দলের গার্ড অব অর্নার শেষে তার নামাজে জানাজা সম্পন্ন হয়। এরপর তাদের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। তার মৃত্যূতে সদরপুর উপজেলার মুক্তিযোদ্ধাসহ সব শ্রেণী- পেশার মানুষ তার রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 


আরো সংবাদ



premium cement