১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লক্ষ্মীপুরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে ২ জনের মৃত্যু

-

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বাড়ির মালিক ও এক সুইপারের মৃত্যু হয়েছে। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি উপজেলার পশ্চিম রাখালিয়া এলাকায় ঘটে। নিহতদের একজন রিয়াদ হোসেন। অপরজনের নাম জানা যায়নি।
স্থানীয়রা জানান, বিকেলে রাখালিয়া এলাকায় নুরুল হক পাটোয়ারী বাড়ির পাটোয়ারী ভিলার একটি সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন তারা। পরে সেপটিক ট্যাংকের ভেতরে পরিচ্ছন্নতাকর্মী আটকা পড়েন। বাড়ির মালিক রিয়াদ উদ্ধার করতে গেলে দুইজনেরই মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে।


আরো সংবাদ



premium cement