সুন্দরগঞ্জের চরে খাদ্য সামগ্রী বিতরণ
- রংপুর অফিস
- ০৯ এপ্রিল ২০২৪, ০০:০৫
গাইবান্ধার সুন্দরগঞ্জের চরাঞ্চলের দুস্থ মানুষের মধ্যে গত রোববার সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের কিসামত সদর ওয়াক্তিয়া মসজিদ মাঠে চট্টগ্রামের আলহাজ সামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় স্থানীয় সামাজিক সংগঠন আরসিবি ফাউন্ডেশন ও রাফি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় ১০০ জন দুস্থ মানুষের মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি ডাল ও ১ লিটার করে সয়াবিন তেল বিতরণ করা হয়। আরসিবি ও পাঠাগারের প্রধান পৃষ্ঠপোষক নয়া দিগন্তের নিজস্ব প্রতিবেদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপনডেন্ট এবং রংপুর রিপোর্টার্স ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এসব খাদ্য সামগ্রী উপহার হিসেবে দুস্থদের মধ্যে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক শামীম পারভেজ, আরসিবি সভাপতি হাবিবুল্লাহ সরকার, সাধারণ সম্পাদক হারুনর অর রশীদ, সাংগঠনিক সম্পাদক কিফায়ত হোসেন আলিফ, দফতর সম্পাদক আতিকুর রহমান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা