১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হোসেনপুরে শেষ মহূর্তে আতর টুপি জায়নামাজ ও সুরমা কেনার ধুম

ঈদ কেনাকাটা
-

ঈদের কেনাকাটার শেষ মুহূর্তে কিশোরগঞ্জের হোসেনপুরে আতর, টুপি ও জায়নামাজ কেনার ধুম লেগেছে। সেই সাথে বেড়েছে সুরমার কদরও। অভিজাত বিপণিবিতান ছাড়াও ছোট ছোট মৌসুমি দোকানেও এখন ক্রেতাদের উপচেপড়া ভিড়। এরই ধারাবাহিকতায় হোসেনপুর জামে মসজিদের আশপাশের রাস্তায় আতর ও টুপির অনেকগুলো দোকান বসেছে। সেখানেও ক্রেতাদের ভিড়। অনেকেই এসব দোকান থেকে নতুন টুপি, আতর ও জায়নামাজ কিনছেন। সেই সাথে চোখে লাগানোর সুরমাও কিনছেন অনেকেই।
এক মৌসুমি টুপি বিক্রেতা নাদিম জানান, দেশী টুপির নকশা ও কারুকাজ ভালো হওয়ায় এবার বিদেশী টুপির চেয়ে দেশী টুপির চাহিদাই বেশি। খায়রুল নামে আরেক টুপি বিক্রেতা জানান, আমাদের এখানে ৫০ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা দামের টুপিও আছে। তবে ৫০ টাকা থেকে ১০০ টাকা দামের টুপির চাহিদাই বেশি।

আতর ব্যবসায়ী মাহফুজ জানান, মূলত ২০ রমজানের পর থেকেই আতর, টুপি ও জায়নামাজ বিক্রির পরিমাণ বেড়ে যায়। বেশির ভাগ ক্ষেত্রে এক দামেই টুপি বিক্রি হয়। আতর কেনার ক্ষেত্রে ক্রেতাদের চাহিদা ৫০ থেকে ১০০ টাকার মধ্যে থাকে বেশি। তবে কেউ কেউ ২০০ থেকে ৫০০ টাকা দামের আতরও কিনছেন। দেশে তৈরি আতরের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে শাহী দরবার, আলিফ, মারজান, জেসমিন, রজনী, মদিনা ইত্যাদি। এসব আতরের দাম ৫০-১৫০ টাকার মধ্যে, যা সব শ্রেণী-পেশার মানুষের পছন্দ ও সাধ্যের মধ্যেই আছে। আবার কেউ কেউ চাহিদা মাফিক বিদেশী আতরও কিনে নিয়ে যাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় ঝর্ণা কসমেটিকস, আজহার গার্মেন্টস ও আদর্শ গার্মেন্টসসহ বিভিন্ন মার্কেটগুলোতে এবার বেশি বিক্রি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের জায়নামাজ। যার দাম ২০০ টাকা থেকে শুরু করে হাজার টাকার মধ্যে।


আরো সংবাদ



premium cement
ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় জামায়াত : রেজাউল করিম টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চান সৌম্য ইসরাইল-ফিলিস্তিন সংকটে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে সমর্থন ইতালির আবাহনীকে হারিয়ে শীর্ষে মোহামেডান ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাফিক আইন লঙ্ঘন : ডিএমপিতে ২ দিনে ১৭৯৯ মামলা কোরআনের সমাজ প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাচ্ছি : নূরুল ইসলাম বুলবুল বিআরটি করিডোরে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু হচ্ছে রোববার বাংলাদেশে বিজেপির হিন্দুত্ববাদের বিকাশ ঘটছে! আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে আমির দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাই একসাথে কাজ করব : আব্দুল হালিম

সকল