কাপ্তাই নিসর্গ রিভারভ্যালি পরিদর্শনে প্রতিমন্ত্রী পলক
- রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গত শুক্রবার বিকেলে স্বপরিবারে কাপ্তাইয়ের শিলছড়ি নিসর্গ রিভারভ্যালী অ্যান্ড পড হাউজ পরিদর্শন করেছেন। কর্ণফুলী নদীর কোল ঘেঁষে তৈরি বেসরকারি এই পর্যটন স্পট দেখে তিনি মুগ্ধ হন। পরে কর্ণফুলী নদীতে কায়াকিং করেন তিনি।
এর আগে মন্ত্রী নিসর্গ রিভারভ্যালি অ্যান্ড পড হাউজে আসলে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু. সাইফুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নিসর্গ রিভারভ্যালি অ্যান্ড পড হাউজের পরিচালক নাছির উদ্দীন, কাপ্তাই থানার ওসি আবুল কালাম তাকে স্বাগত জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা