মানিকগঞ্জে বিএনপির কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা
- ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
মানিকগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার জেলা বিএনপির রাজনৈতিক কার্যালয় মুন্নু সিটিতে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে এ ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় তিন শতাধিক কারানির্যাতিত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ্ কবিরের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, কাজী সাইয়েদুল আলম বাবুল। কারানির্যাতিত নেতাদের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান। মানিকগঞ্জ প্রতিনিধি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা