১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জামালপুরে বদ্ধ ব্রহ্মপুত্র নদ যেন মশা প্রজনন কেন্দ্র

নদের গতিপথ পরিবর্তন
-

জামালপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর, জেলা প্রশাসক পার্ক, জেলা প্রশাসকের বাংলো, জেলা ও দায়রা জজের বাংলো, সার্কিট হাউজ, পুলিশ সুপারের বাংলো, সিভিল সার্জনের বাংলো, জামালপুর জেনারেল হাসপাতাল, জেলা ও দায়রা জজ আদালত, পৌর কেন্দ্রীয় ঈদগা, জেলা পরিষদ ডাকবাংলো, জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুর জিলা স্কুল এবং পৌর ভবনসহ জামালপুর শহরের অসংখ্য সরকারি-বেসরকারি স্থাপনা ঘেঁষে প্রায় ৩ কিলোমিটার বয়ে চলা বর্তমানে (বদ্ধ) পুরনো ব্রহ্মপুত্র নদটি ভরে গেছে ময়লা-আবর্জনা আর বিভিন্ন প্রজাতির জলজ উদ্ভিদে। এতে নদীটি রূপ নিয়েছে মশা প্রজনন কেন্দ্রে।

জানা যায়, ৯০ এর দশকের দিকে উল্লেখিত অফিস-আদালত, সরকারি-বেসরকারি স্থাপনা এমনকি ঐতিহ্যবাহী জামালপুর শহর ব্রহ্মপুত্র নদের ভাঙনের মুখে পড়ে। নদের ভাঙন থেকে জামালপুর শহর রক্ষা এবং ভাঙন রোধে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তনে পৌর এলাকার ঘোয়াবাড়িয়া (ছাতার মোড়) নামকস্থানে নদের মোহনায় বাঁধ নির্মাণ করা হয়।
এতে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়ে দেড়শ’ বছরের ঐতিহ্যবাহী জামালপুর শহরসহ অসংখ্য স্থাপনা নদের ভয়াবহ ভাঙনের কবল থেকে রক্ষা পায়। ‘প্রবাদ আছে নদী মরে গেলেও থেকে যায় তার রেখা’ নদের মোহনা বন্ধের কারণে শহরের গা ঘেঁষে বয়ে চলা পুরনো ব্রহ্মপুত্র নদের স্রোত বন্ধ হয়ে গেছে। কিন্তু এখনো রয়েছে গেছে নদের সেই রেখা। দেখে মনে হয় একটি লেক।
জালালপুর-শেরপুর সড়কের ব্রহ্মপুত্র সেতু থেকে লেকের পাশ দিয়ে শহরের ঐতিহাসিক ফৌজদারি মোড় পর্যন্ত নির্মাণ করা হয়েছে জামালপুর শহর বাইপাস সড়ক। সড়কের পাশ দিয়ে জননিরাপত্তার জন্য দেয়া হয়েছে স্টিলের দৃষ্টিনন্দন র্যালিং। পড়ন্ত বিকেলে সড়কের পাশে বসে নানা দোকান। শহরবাসী স্বল্পকালীন রিক্রিয়েশনের জন্য জড়ো হন প্রাকৃতিক লেক (বদ্ধ) ব্রহ্মপুত্র নদের পাড়ে। কিন্তু আবদ্ধ, ময়লা-আবর্জনায় ভর্তি এই নদের পাড়ে বেশি সময় কাটাতে পারেন না আগতরা।

ঘুরতে আসা দর্শনার্থী মুহাইমেনুল ইসলাম বলেন, পৌর কর্তৃপক্ষ কিংবা জেলা প্রশাসন নদের ময়লা-আবর্জনা পরিষ্কার করে বদ্ধ পুরনো ব্রহ্মপুত্র নদকে লেক তৈরি করেন তাহলে শহরের আবদ্ধ জীবনের কিছুটা সময় এখানে মুক্ত বাতাসে শ্বাস প্রশ্বাস নিতে পারত মানুষ। কিন্তু ময়লা-আবর্জনা ও আবদ্ধ পানির দুর্গন্ধের কারণে বেশি সময় থাকা যায় না এখানে।
স্ত্রী-সন্তান নিয়ে বেড়াতে আসা আমিনুল হক বলেন, পুরনো ব্রহ্মপুত্রের বদ্ধ শাখাটি সংস্কার করলে সুন্দর একটি লেক তৈরি করা যায়। এতে শহরবাসী যেমন মশার উপদ্রব থেকে রক্ষা পাবে তেমনি সুন্দর একটি পর্যটন কেন্দ্রের সৃষ্টি হবে।
জামালপুরের মানবাধিকার ও পরিবেশকর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, বদ্ধ পুরনো ব্রহ্মপুত্র নদটির ময়লা-আবর্জনা পরিষ্কার পরিছন্ন ও খনন করা হলে একটি সুন্দর লেক ও পার্কের সৃষ্টি হবে। শহরে মশার উপদ্রব অনেকটা কমে যাবে। পাশাপাশি শহরের নাগরিকরা কিছু সময়ের জন্য হলেও বিনোদনের সুযোগ পাবে। তিনি আরো বলেন, জামালপুর-৪ সদর আসনের নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদ সম্প্রতি লেকটি পরিষ্কারের ঘোষণা দিয়েছেন। তার ঘোষণাটি দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা শহরবাসীর।


আরো সংবাদ



premium cement