১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ঈদ যাত্রীদের নিরাপত্তা

দৌলতদিয়ায় পুলিশের মতবিনিময় সভা

-

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট পারাপারে আসন্ন ঈদের আগে পরে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ণ করতে গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় থানা পুলিশ মতবিনিময় সভার আয়োজন করে।
গোয়ালন্দ ঘাট থানা ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ও জেলা সার্কেল এসপি ইফতেখারুল ইসলামের সঞ্চালনায় দৌলতদিয়া ঘাটে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সী।

গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্পব ঘোষ, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, রাজবাড়ী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি শহিদ মোল্লা, দৌলতদিয়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তোফাজ্জেল হোসেন তপু, লঞ্চ মালিক সমিতির মোহাম্মদ আলী মোল্লা, গোয়ালন্দ মুক্তিযোদ্ধা সভাপতি আব্দুস সামাদ মোল্লা, রাজবাড়ী জেলা বাস মালিক সমিতির স্যাটার মো: হাসেম আলী ফকির, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি কর্মকর্তাসহ দৌলতদিয়া ঘাটকেন্দ্রিক বিভিন্ন শ্রেণিপেশার তিন শতাধিক সাধারণ লোকজন সভায় অংশগ্রহণ করে।
রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, আসন্ন ঈদের আগে ও পরে সব সময় এই দৌলতদিয়া ঘাট থাকবে যাত্রীদের জন্য সম্পূর্ণ নির্বিঘ্ন। থাকবে না কোনো যানজট, চাঁদাবাজি, মলম পার্টি, টানা পার্টি, চুরি ছিনতাই, অতিরিক্ত ভাড়া আদায়, হয়রানিসহ কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ড। সবমিলিয়ে আসন্ন ঈদের আগে ও পরে এ ঘাটে যাত্রী পারাপার থাকবে সম্পূর্ণ নিরাপদ। এ কাজ সফল করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।


আরো সংবাদ



premium cement
ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগে ডুয়েটের ১৪ শিক্ষার্থীর সাজা সিলেট যেন মিছিলের নগরী এক বছরের ব্যবধানে ফের অবসরে ইমাদ ওয়াসিম শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি চালু করতে হবে : শামসুল ইসলাম সাভারে দিন-দুপুরে চলন্ত বাসে ডাকাতি বাংলাদেশ সফরে আসছেন নাসার প্রধান নভোচারী সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের দাবি হেফাজত আমিরের ব্রিটিশরা ভারতবর্ষের কতটা আর্থিক ক্ষতি করে গেছে আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে : রফিকুল ইসলাম খান বিচার বিভাগকে সরকারের কর্তৃত্ব থেকে আলাদা করতে হবে : সাকি সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় আরো ৪৫ জন নিহত

সকল