চৌদ্দগ্রামে বিএনপির কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা
- চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
- ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বিএনপির কারামুক্ত নেতাকর্মীদের চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে গত বৃহস্পতিবার সংবর্ধনা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা। পৌর বিএনপির আহ্বায়ক হারুন অর রশীদ মজুমদারের সভাপতিত্বে, উপজেলা বিএনপির দফতর সম্পাদক গিয়াস উদ্দিন ও পৌর বিএনপির সদস্যসচিব শরীফুল ইসলাম দুলালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মজুমদার মুক্ত, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, সদস্যসচিব বদিউল আলম খাঁ নোমান, উপজেলা কৃষকদেলর সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক খোরশেদ আলম, সদস্যসচিব আনোয়ার হোসেন ডেভিডসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে সংবর্ধিত নেতাকর্মীদের মধ্যে উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী আবু বক্কর ছিদ্দিক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াছ মিয়া, যুবদল নেতা নুর মোহাম্মদ, খায়রুল আলম শাহআলম, দেলোয়ার হোসেন, রুবেল মিয়া, কামরুল ইসলাম ভুঁইয়া, হানিফ মিয়া, মোতাহের হোসেন জসিম, আকবর হোসেন, মোফাজ্জল হোসেন, মমিনুল ইসলাম বাবু, কৃষকদলের ইউসুফ চৌধুরী, বাবলু মিয়া, জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ জালাল, ছাত্রদলের ইব্রাহিম হোসেন অনিক, স্বেচ্ছাসেবকদলের কবির হোসেন, খালেদ সাইফুল্লাহ, বেলাল হোসেন, বিএনপি নেতা পেয়ার মিয়া উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়াসহ অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা