১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যত্রতত্র ইট বালু কাঠ, ঘটছে দুর্ঘটনা

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালার কুমিরা ইউনিয়ন পরিষদ মোড়ে যত্রতত্র রাখা ইট ও বালু : নয়া দিগন্ত -

সাতক্ষীরার তালা উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা, পাটকেলঘাটা বাজার, মির্জাপুরসহ বিভিন্ন স্থানে সড়কের অংশবিশেষ দখল করে সেখানে স্তুপ করে রাখা হয়েছে ইট, বালু ও কাঠসহ বিভিন্ন নির্মাণসামগ্রী। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। পরিবেশের পাশাপাশি বিপন্ন হচ্ছে জনজীবনও। অভিযোগ করেও মিলছে না প্রতিকার।
সরেজমিন দেখা যায়, মির্জাপুর, কুমিরা, পাটকেলঘাটা হয়ে বিনেরপোতা পর্যন্ত মহাসড়কে কমপক্ষে ২০টি পয়েন্টে, বিভিন্ন ফুটপাত ও রাস্তা দখল করে কাঠ, ইট, বালু ও নির্মাণসামগ্রী স্তূপ করে রাখা হয়েছে। এ সড়কে দূরপাল্লার বাসসহ প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করছে। ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।

পাটকেলঘাটা এলাকার শিক্ষক মুজিবর রহমান, ব্যবসায়ী বিপ্লব হোসেন ও দিদার হোসেনসহ অনেকেই জানান, নিষেধ করলেও কেউ শুনছেন না। রাস্তার পাশে বালু রাখার কারণে গাড়ি চলাচলের সময় বাতালে বালু উড়ে আশেপাশে ছড়িয়ে পড়ছে। সড়কের পার্শ্ববর্তী বসতবাড়ি ও দোকানগুলো ধুলায় একাকার হচ্ছে। দ্রুত মহাসড়কের দুইধারে বালু, ইট ও কাঠ সরিয়ে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা।
এ দিকে কুমিরা ইউনিয়ন পরিষদ মোড়ে মহাসড়কের সাথেই ইট ও বালুর স্তূপ থেকে ইট-বালু বিক্রি করছেন আনিছুর রহমান নামে এক ব্যক্তি। তিনি বলেন, এসব ইট-বালু রেখেছি বিক্রির জন্য। বিক্রি হয়ে গেলে সব পরিষ্কার হয়ে যাবে। বিক্রি না হওয়া পর্যন্ত এগুলো সরানো সম্ভব না।
এ ব্যাপারে সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কে এম শফিকুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। খুলনা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান বলেন, সড়কের পাশের ইট-বালু উচ্ছেদে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। দ্রুত ওসব সরানোর ব্যবস্থা করা হবে।


আরো সংবাদ



premium cement
বিজয় দিবসে জেলা-উপজেলায় বিজয়মেলা হবে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল : কাতারের কূটনীতিক চার স্তরের নিরাপত্তা থাকবে জাতীয় স্মৃতিসৌধে : ডিআইজি ঢাকা রেঞ্জ বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারাদেশে বিএনপির র‌্যালি ‘বন্দীদের তালিকা দিতে অস্বীকৃতি হামাসের’ ঢাকায় ৬ দিনব্যাপী নগর কৃষি মেলা শুরু জর্জিয়ার প্রেসিডেন্ট প্রার্থী সাবেক ফুটবলার মিখেইল কাভেলাশভিলি ১১ মাস ধরে সারকারখানায় উৎপাদন বন্ধ, গ্যাসের দাবিতে বিক্ষোভ এশিয়ান ওপেন তায়কোয়ানদোতে সিলভার পেলেন বগুড়ার রুফাইদা

সকল