খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যত্রতত্র ইট বালু কাঠ, ঘটছে দুর্ঘটনা
- মুহা: জিল্লুর রহমান সাতক্ষীরা
- ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০
সাতক্ষীরার তালা উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা, পাটকেলঘাটা বাজার, মির্জাপুরসহ বিভিন্ন স্থানে সড়কের অংশবিশেষ দখল করে সেখানে স্তুপ করে রাখা হয়েছে ইট, বালু ও কাঠসহ বিভিন্ন নির্মাণসামগ্রী। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। পরিবেশের পাশাপাশি বিপন্ন হচ্ছে জনজীবনও। অভিযোগ করেও মিলছে না প্রতিকার।
সরেজমিন দেখা যায়, মির্জাপুর, কুমিরা, পাটকেলঘাটা হয়ে বিনেরপোতা পর্যন্ত মহাসড়কে কমপক্ষে ২০টি পয়েন্টে, বিভিন্ন ফুটপাত ও রাস্তা দখল করে কাঠ, ইট, বালু ও নির্মাণসামগ্রী স্তূপ করে রাখা হয়েছে। এ সড়কে দূরপাল্লার বাসসহ প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করছে। ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
পাটকেলঘাটা এলাকার শিক্ষক মুজিবর রহমান, ব্যবসায়ী বিপ্লব হোসেন ও দিদার হোসেনসহ অনেকেই জানান, নিষেধ করলেও কেউ শুনছেন না। রাস্তার পাশে বালু রাখার কারণে গাড়ি চলাচলের সময় বাতালে বালু উড়ে আশেপাশে ছড়িয়ে পড়ছে। সড়কের পার্শ্ববর্তী বসতবাড়ি ও দোকানগুলো ধুলায় একাকার হচ্ছে। দ্রুত মহাসড়কের দুইধারে বালু, ইট ও কাঠ সরিয়ে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা।
এ দিকে কুমিরা ইউনিয়ন পরিষদ মোড়ে মহাসড়কের সাথেই ইট ও বালুর স্তূপ থেকে ইট-বালু বিক্রি করছেন আনিছুর রহমান নামে এক ব্যক্তি। তিনি বলেন, এসব ইট-বালু রেখেছি বিক্রির জন্য। বিক্রি হয়ে গেলে সব পরিষ্কার হয়ে যাবে। বিক্রি না হওয়া পর্যন্ত এগুলো সরানো সম্ভব না।
এ ব্যাপারে সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কে এম শফিকুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। খুলনা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান বলেন, সড়কের পাশের ইট-বালু উচ্ছেদে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। দ্রুত ওসব সরানোর ব্যবস্থা করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা