গাজীপুরে ল্যাপটপ পেলেন ৮০ নারী প্রশিক্ষণার্থী
- গাজীপুর প্রতিনিধি
- ০৫ এপ্রিল ২০২৪, ০০:০৫
গাজীপুরে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিংসহ উদ্ভাবনীমূলক কর্মক্ষেত্রের ব্যাপ্তি ঘটাতে নারীদেরকে প্রশিক্ষণ দেয়া ও ল্যাপটপ বিতরণ করা হচ্ছে। গত বুধবার ‘হার পাওয়ার প্রকল্প’র আওতায় গাজীপুর সদর উপজেলার চলমান ৮০ নারী প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।
গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে নিজ কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবিদা সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হকসহ বিভিন্ন কর্মকর্তা ও ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রযুক্তির সহায়তায় নারীদের ক্ষমতায়ন এবং তাদের দক্ষ ও কর্মক্ষম করে তুলতে কাজ করছে গাজীপুর জেলা ও উপজেলা প্রশাসন। জেলার নারীদেরকে স্বাবলম্বী ও তথ্যপ্রযুক্তি খাতে দক্ষতা বাড়াতে এবং তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিংসহ উদ্ভাবনীমূলক কর্মের ব্যাপ্তি ঘটাতে নারীদেরকে প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ করা হচ্ছে।
এ অনুষ্ঠানে হার পাওয়ার প্রকল্পের আওতায় সদর উপজেলার ৮০ জন নারী প্রশিক্ষণার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা