বরিশালে খুলনা বিশ^বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ উপহার বিতরণ
- বরিশাল ব্যুরো
- ০৫ এপ্রিল ২০২৪, ০০:০৫
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) অ্যালামনাই এসোসিয়েশন, বরিশাল অঞ্চলের উদ্যোগে নগরীর দুস্থদের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ উপহার সামগ্রী বিতরণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির। এ সময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম ও কৃষিবিদ হীরামন লালসহ খুবি এলামনাই এসোসিয়েশনের সদস্যরা।
পুলিশ কমিশনার বলেন, প্রতিদিনের ক্লান্তিতে ন্যুব্জ ও আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোর সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এ আয়োজন। পাশাপাশি সবার মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার প্রয়াসে এ কার্যক্রম পরিচালিত হয়েছে। তাই দুস্থদের সহায়তায় উচ্চবিত্তদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সেবা ও মানবতার এই অনন্য প্রোগ্রাম এর আয়োজনে সমন্বয়করা হলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এস এম তাওহিদুল ইসলাম, বরিশাল বাংলালিংকের ম্যানেজার মো: ওয়াহিদুজ্জামান, ফরেস্ট অফিসার তন্ময় দে ও কৃষি কর্মকর্তা মারজিন আরা মুক্তা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা