সাতক্ষীরায় আম বাগানে শুয়োপোকার আক্রমণ
- সাতক্ষীরা প্রতিনিধি
- ০৫ এপ্রিল ২০২৪, ০০:০৫
সাতক্ষীরায় মৌসুম শুরুর আগেই আম গাছে শুয়োপোকার আক্রমণে দেখা দিয়েছে। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে জেলার বেশির ভাগ আমের বাগান।
আম চাষিরা অভিযোগ করছেন, কৃষি বিভাগের কর্মকর্তাদের গাফিলতি ও উদাসীনতার কারণে এ অবস্থার সৃষ্টি হচ্ছে। বিষয়টির প্রতিকার দাবি করে মানববন্ধন করেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার আম চাষিরা। গতকাল বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা কালেক্টরেট চত্বরে এই মানববন্ধনের আয়োাজন করেন জেলার ক্ষতিগ্রস্ত আম চাষিরা। এতে সভাপতিত্ব করেন আমচাষি মো: ইদ্রিস আলী।
মানববন্ধনে বক্তারা বলেন, মৌসুম শুরুর আগেই জেলার প্রায় প্রতিটি আম বাগানে শুয়োপোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকার এই আক্রমণ ঠেকাতে প্রাথমিক অবস্থায় কৃষি বিভাগের দ্বারস্থ হলেও তারা কোনোরকম সহযোগিতা না করে বিষয়টি এড়িয়ে গেছেন। সম্প্রতি আহাদ আলী নামের এক আম চাষির ৫০ বিঘা জমির আমবাগান ক্ষতিগ্রস্ত হবার পর তিনি টেনশনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তারা এই শুয়োপোকা দমনে যথাযথ ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, জেলা আম রফতানিকারক সমিতির সভাপতি লিয়াকত আলী, আম চাষি আব্দুর রাজ্জাক মোল্লা, এনতাজ আলী, মনিরুল ইসলাম, রমজান সরদার প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা