নিষিদ্ধ হলেও দোহারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে আতশবাজি
- দোহার (ঢাকা) সংবাদদাতা
- ০৪ এপ্রিল ২০২৪, ০০:০৫
আতশবাজি নিষিদ্ধ হলেও ঈদকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলার বিভিন্ন হাটবাজার, মুদি দোকান ও পোশাক মার্কেটগুলোর সামনে প্রকাশ্যে বিক্রি হচ্ছে তা। প্রতি বছরই ঈদের পূর্ব মুহূর্তে আতশবাজিকে কেন্দ্র করে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলেও বন্ধ করা যাচ্ছে না এসবের বেচাকেনা।
জানা যায়, উপজেলার জয়পাড়া বাজার, মেঘুলা বাজার, নারিশা বাজার, কার্তিকপুর বাজার, মুকসুদপুর বাজার ও বৌবাজার এলাকায় বিভিন্ন নাম দিয়ে ১৫ থেকে ২০ বছরের ছেলেরা আতশবাজি বিক্রি করছে। অভিভাবকরা তাদের সন্তানদের আতশবাজি কেনা কোনোভাবেই রোধ করতে পারছেন না। বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, নির্দিষ্ট পরিমাণের কমিশনের ভিত্তিতে তারা আতশবাজি বিক্রি করছে।
গত বছর চ্যালেন টুয়েন্টি ফোরের দোহার নবাবগঞ্জ প্রতিনিধি শামীম আরমান ঈদের আগের দিন সন্ধ্যার পর বাড়ি ফেরার সময় কিশোর গ্যাংয়ের কয়েকজন তাকে উদ্দেশ করে আতশবাজি ছুড়ে মারে। এ ঘটনায় ওই প্রতিনিধি প্রতিবাদ করতে গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তার ওপর হামলা করে। এ নিয়ে দুইপক্ষে পাল্টাপাল্টি মামলা করে। এ ছাড়া আরো বিছিন্ন অনেক ঘটনাই থাকে।
এ বিষয়ে দোহার থানার ওসি হারুনুর রশিদ জানান, সারা দেশে আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা