ঘিওরে ভিক্ষুকের টাকা ছিনিয়ে নিয়ে মাথা ফাটিয়ে দিলো দুর্বৃত্তরা
- ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
- ০৩ এপ্রিল ২০২৪, ০০:০৫
মানিকগঞ্জের ঘিওরে মানসিক ভারসাম্যহীন এক ভিক্ষুকের টাকা ছিনিয়ে নিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাকে স্থানীয় ছাত্রলীগ নেতা সুমন, ব্যবসায়ী আমিনুল, জয়দেবসহ কয়েকজনে ওই ভিক্ষুককে ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে দেন।
স্থানীয়রা জানান, পাপন শীল মানসিক ভারসাম্যহীন একজন ভিক্ষুক। তিনি ঘিওর সদর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের মৃত অধীর শীলের ছেলে। মা-বাবাহীন পাপন ভিক্ষাবৃত্তি করে জীবনধারণ করে আসছে।
আমিনুল বলেন, রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে ঘিওর বাজারে মাথায় হাত দিয়ে পাপন শীলকে হাউমাউ করে কঁাঁদতে দেখি। তখন তার মাথা দিয়ে রক্ত ঝরছিল।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীল বলেন, একজন প্রতিবন্ধী ভিক্ষুকের কাছ থেকে টাকা নিয়ে তার মাথা ফাটিয়ে দেয়ার মতো অমানবিক কাজে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। হাসপাতালের চিকিৎসক ডা: আশিকুর রহমান বলেন, পাপন শীল বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, দুর্বৃত্তদের খুঁজে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা