১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাথরঘাটায় এতিমদের নিয়ে প্রতিবন্ধী সোহাগের ইফতার

-

বরগুনার পাথরঘাটায় ‘দৃষ্টি মানব কল্যাণ সংস্থা’ সুবিধাবঞ্চিত ও এতিমদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছেন প্রতিবন্ধী সোহাগ আকন। তার নিজের প্রতিষ্ঠিত এই স্বেচ্ছসেবী সংগঠনের উদ্যোগে দেড় শতাধিক রোজাদার ব্যক্তিদের ইফতার করানো হয়। গতকাল রোববার বেলা ৩টার পর পাথরঘাটা বেসরকারি প্রতিষ্ঠান সঙ্কল্প ট্রাস্টের মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ মহতি আয়োজনে সাংবাদিক মির্জা শহিদুল ইসলাম খালেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন, দৃষ্টি মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা ডা: বশির আহমেদ ও দৃষ্টি মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সোহাগ আকন।
এ সময় সোহাগ বলেন, আমি নিজে একজন প্রতিবন্ধী। তাই অসাহায়, সুবিধাবঞ্চিত ও এতিমের মর্ম বুঝি। তাদের জন্য এক বেলা ইফতারের আয়োজন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।


আরো সংবাদ



premium cement