১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গ্রামীণ জনপদ থেকে হারিয়ে যাচ্ছে ঔষধি গাছ আকন্দ

বরিশাল হাসপাতাল চত্বরে আকন্দ গাছের বাগান : নয়া দিগন্ত -

বরিশালের মুলাদী উপজেলার গ্রামীণ জনপদ থেকে হারিয়ে যাচ্ছে আকন্দগাছসহ বিভিন্ন ঔষধি গাছ। একসময় এ দেশের আনাচে-কানাচে নিরস পতিত জমিতেও যে মূল্যবান ভেষজ উদ্ভিদ পাওয়া যেত, কালের আবর্তনে এখন তা দুর্লভ। এমনি হারিয়ে যাওয়া এক দুর্লভ ঔষধি গাছের নাম আকন্দ বা অর্কগাছ।
এই গাছ সাধারণত তিন-চার মিটার পর্যন্ত উঁচু হয়। আকন্দ দুই ধরনের- শ্বেত আকন্দ ও লাল আকন্দ। শ্বেত আকন্দের ফুলের রঙ সাদা ও লাল আকন্দের ফুলের রঙ বেগুনি। গাছের পাতা ছিঁড়লে কিংবা কাণ্ড ভাঙলে দুধের মতো কষ (তরুক্ষীর) বের হয়। ফল সবুজ, অগ্রভাগ দেখতে পাখির ঠোঁটের মতো। বীজ লোমযুক্ত ও বীজের বর্ণ ধূসর কিংবা কালচে রঙের।
ঔষধি গাছ হিসেবে এই গাছের বেশ কদর রয়েছে আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসা শাস্ত্রে। ওষুধ হিসেবে এই উদ্ভিদের ব্যবহার্য অংশ হলো ছাল, পাতা, ফুল, মূল ও কষ। বিষাক্ত বিছে, কাঠ পিঁপড়া ইত্যাদিতে কামড়ালে আকন্দ পাতার রস লাগিয়ে দিলে বিষ কেটে যায়।
এমন প্রয়োজনীয় ও মূল্যবান গাছটি যখন বিলুপ্তির পথে তখন মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাইয়েদুর রহমানের উদ্যোগে হাসপাতাল চত্বরে ভেষজ বাগান করা হয়েছে। আকন্দ, আমলকী, নিম, অর্জুন, হরীতকী, জাম, আমরুজ, বানর লাঠি, শিমুল ও তুলসীগাছসহ প্রায় অর্ধশত ঔষধি গাছ লাগানো হয়েছে সেখানে। গাছগুলো যাতে ছাগল, গরু ও মানুষে নষ্ট করতে না পারে সে জন্য ভেষজ বাগানের চার দিকে ইট ও লোহার খাঁচা দিয়ে সুরক্ষার চেষ্টা করা হয়েছে।
ডা: সাইয়েদুর ২০২০ সালে হাসপাতালের ব্যবস্থাপনা, চিকিৎসাসেবায় রোগীদের সন্তুষ্টি, মেডিক্যাল অফিসার ও উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, নার্সিং অফিসার, স্বাস্থ্যকর্মীসহ কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, নিয়মশৃঙ্খলা, পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০১৯ পুরস্কারে ভূষিত হন।


আরো সংবাদ



premium cement