পাথরঘাটায় ৬ কোটি টাকা মূল্যের হাঙ্গর ও ঘরাজাল উদ্ধার
- বরগুনা প্রতিনিধি
- ৩০ মার্চ ২০২৪, ০১:৪৩
বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় কোস্টগার্ড অভিযান চালিয়ে প্রায় ছয় কোটি টাকার হাঙ্গর ও অবৈধ জাল উদ্ধার করেছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত উপজেলার বলেশ্বর ও বিষখালী নদীর পাথরঘাটা লঞ্চঘাট, তালতলা, চরদুয়ানি, টেংরা, হাজির খাল, রুহিতা, পদ্মা ও তৎসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অবৈধ জাল ও হাঙ্গর উদ্ধার করেন। এ সময় এক হাজার কেজি হাঙ্গর, নিষিদ্ধ চরঘেরা জাল তিন লাখ ৫০ হাজার মিটার ও চার পিস বেহন্দি জাল উদ্ধার করে।
এসব উদ্ধারকৃত হাঙর ও অবৈধ জালের বাজার মূল্য পাঁচ কোটি ৭২ লাখ টাকা ধরা হয়েছে। এ অভিযানের সময় হাঙ্গর শিকারী ও অবৈধ জাল ব্যবহারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
এ বিষয়ে কোস্টগার্ডের পাথরঘাটা কন্টিজেন্ট কমান্ডার এম জাহিদুল ইসলাম বলেন, উদ্ধারকৃত হাঙ্গর পাথরঘাটা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। আর অবৈধ জাল পাথরঘাটা মেরিন ফিশারিজ অফিসার রিয়াজ হোসেনের সমন্বয় আগুনে দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা