বান্দরবানের দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাবাহিনী
- বান্দরবান প্রতিনিধি
- ৩০ মার্চ ২০২৪, ০১:৪২
বান্দরবানের দুর্গম এলাকার দেড় শতাধিক অসহায় দুস্থ রোগী সেনাবাহিনীর কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা সদরের কানাপাড়া এলাকায় সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা শিবিরে রোগীরা এই চিকিৎসা সেবা পেয়েছে।
এতে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লে: কর্নেল মাহমুদুল হাসান, চিকিৎসক মেজর মোহাম্মদ আসাদুল ইসলাম। এতে চক্ষু, নাক, কান, গলাসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা, রোগ নির্ণয়পূর্বক প্রয়োজনীয় ওষুধপত্র এবং ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এ ছাড়াও চোখের ছানিপড়া রোগীদের তালিকাও করা হয়। এদের পরবর্তীতে চক্ষু অপারেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা