১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে পড়ে যুবকের মৃত্যু

-

রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ ঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে ফিরোজ শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ফিরোজ মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আসগর আলীর ছেলে এবং পেশায় পরিবহন শ্রমিক। গতকাল শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে।
দৌলতদিয়া নৌ-পুলিশের ইনচার্জ এসআই মো: ফরিদুজ্জামান জানান, সোয়া ৭টার দিকে খবর পেয়ে আমরা ফায়ার স্টেশনকে খবর দিই। ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
নিহত ফিরোজের বাবা আজগর আলী শেখ জানান, ফিরোজ ছোটবেলা থেকে মৃগী রোগে আক্রান্ত। গোয়ালন্দ বাজারে আমার আত্মীয় বাড়িতে গত রাতে বেড়াতে গিয়েছিল। সকালে বাড়ি ফেরার সময় দৌলতদিয়া লঞ্চ ঘাটের পন্টুনে লঞ্চের জন্য অপেক্ষা করার সময় নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
গোয়ালন্দ উপজেলার ফায়ার সার্ভিসের টিম লিডার সারেকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে দৌলতদিয়া নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement