আমতলীতে কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ : গ্রেফতার ৩
- আমতলী (বরগুনা) সংবাদদাতা
- ৩০ মার্চ ২০২৪, ০১:৪১
এক কিশোরীকে তিন বখাটে অপহরণ শেষে পালাক্রমে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ওই রাতেই নাঈম, বেল্লাল ও নয়ন নামে তিন ধর্ষককে গ্রেফতার করেছে। ঘটনাটি গত বৃহস্পতিবার রাতে আমতলী উপজেলার চাওড়া লোচা গ্রামের।
জানা গেছে, ওই কিশোরীকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তাদের বাসার সামনের আঙ্গিনা থেকে অপহরণ করে তিন বখাটে নাঈম, বেল্লাল ও নয়ন। পরে তারা পার্শ্ববর্তী লোচা এলাকার মাঠে একটি ফসলের ক্ষেতে নিয়ে তাকে হাত-পা বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। অপহরণের পর পরই কিশোরীর মা আমতলী থানা পুলিশে খবর দেন। থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপুর নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে। পরে তার দেয়া তথ্য মতে ঘটনার সাথে জড়িত নাঈম, বেল্লাল ও নয়নকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় এদের বিরুদ্ধে আমতলী থানায় গণধর্ষণ আইনে মামলা হয়েছে।
আমতলী থানার ওসি বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে গণধর্ষণ আইনে মামলা এবং আসামি তিনজনকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা