১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চুয়াডাঙ্গায় কষ্টিপাথর কেনাবেচা সিন্ডিকেটের ৬ সদস্য আটক

-

দেশের বিভিন্ন জেলার কষ্টিপাথর কেনাবেচা সিন্ডিকেটের ছয় সদস্যকে ১২ লাখ টাকা, একটি মাইক্রোবাস ও বেশ কয়েকটি মোবাইলসহ চুয়াডাঙ্গা বিজিবি-৬ টহলদল দর্শনার আঞ্চলিক সড়ক থেকে আটক করেছে। গত মঙ্গলবার রাতে তাদেরকে আটক করা হয। চুয়াডাঙ্গা বিজিবি-৬ পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বুধবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দর্শনা থানার সাব-ইন্সপেক্টর মো: টিপু সুলতান জানান, আটক ব্যক্তিরা হলো- কুষ্টিয়া মিরপুরের তরিকুল ইসলাম, কুষ্টিয়া সদরের কামরুজ্জামান লিটন, ফরিদ হোসেন, শহিদুল ইসলাম, শৈলকুপার মনির হোসেন ও ফেনী জেলার রতন সাহা। মাইক্রোবাস নিয়ে ওই দিন সন্ধ্যার পর দর্শনা এলাকায় কষ্টিপাথরের মূর্তি কেনার জন্য এলে বিজিবির হাতে আটক হয় তারা।
দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, আটককৃতদের বিরুদ্ধে কষ্টিপাথরের মূর্তি কেনার অভিযোগ পাওয়া গেলেও গাড়িতে টাকা ছাড়া অবৈধ কিছু পাওয়া যায়নি। এ কারণে ৫৪ ধারায় কোর্টে চালান করে তদন্তের কাজ শুরু করা হয়েছে।


আরো সংবাদ



premium cement