ভাণ্ডারিয়ায় মহান স্বাধীনতা দিবস পালিত
- ২৭ মার্চ ২০২৪, ০০:০৫
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল মঙ্গলবার নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। পরে শহীদ মিনারে বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংবাদিকরা পুষ্পস্তবক অর্পণ করেন। সব ভবনগুলোয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ভাণ্ডারিয়া উপজেলা শেখ কামাল পৌর অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা, সম্মাননা, আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ। অনুষ্ঠানের মধ্যে সরকারি কর্মসূচির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন আরাফাত রানা। এ ছাড়া পর্যায়ক্রমে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, পৌর প্রশাসক ফাইজুর রশিদ খশরু জমাদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ওসি আবির মোহাম্মদ হোসেন, ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু প্রমুখ। পিরোজপুর প্রতিনিধি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা