১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
নয়া দিগন্তে খবর প্রকাশের পর

জামালপুরে রেলের টিকিট কালোবাজারি সিন্ডিকেটের সদস্য আটক

-

জামালপুরে বিভিন্ন ট্রেনের ৮১টি আসনের ৩৭টি টিকিটসহ আরিফ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে গোয়েন্দা পুলিশ। রোববার দুপুরে জেলার মেলান্দহ রেলস্টেশনে কালোবাজারে টিকিট বিক্রির সময় হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফ মেলান্দহ উপজেলার ফুলছেন্না গ্রামের রেজাউল করিমের ছেলে। তার বিরুদ্ধে আগেও টিকিট কালোবাজারির একটি মামলা রয়েছে।
রেলওয়ে গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেলান্দহ রেল স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে আরিফকে বিভিন্ন ট্রেনের ৮১টি আসনের ৩৭টি টিকেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় আরিফের কাছ থেকে টিকিট কালোবাজারির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ৪ মার্চ নয়া দিগন্তে ‘জামালপুরে রেলের অনলাইন টিকিট কালোবাজারিদের কব্জায়, স্টেশন মাস্টার বললেন তাদের কিছু করার নেই’ শিরোনামে খবর প্রকাশ হয়। এরপরই রেলওয়ে গোয়েন্দা সংস্থার এটি প্রথম অভিযান।
জামালপুর রেলওয়ে থানার ওসি মাহবুবুর রহমান বলেন, গ্রেফতার আরিফের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। রেলওয়ে পুলিশের টিকিট কালোবাজারি বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। এর আগে আরিফের বিরুদ্ধে টিকিট কালোবাজারি সংক্রান্ত আরো একটি মামলা রয়েছে।


আরো সংবাদ



premium cement