ধামরাইয়ে ২ দিনে ২ লাশ উদ্ধার
- ধামরাই (ঢাকা) সংবাদদাতা
- ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৫
ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার সকালের দিকে উপজেলার নান্নার ইউনিয়নের কালিদাস পট্টি ব্রিজের পূর্বপাশে নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে নদীতে ভাসমান একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে ধামরাই থানার এসআই রাসেল ফকির জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে- এটি হত্যা নাকি দুর্ঘটনা।
এ দিকে আগের দিন গত মঙ্গলবার ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নে অবস্থিত করিম টেক্সটাইল মিলস কারখানার ভেতর থেকে অনিক (২০) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
ধামরাই থানার এসআই শিমুল মোল্লা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। তদন্তের পরে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা