০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

আমতলীতে ৪ গ্রামের দুঃখ একটি কাঠের সাঁকো

-

নড়বড়ে হয়ে গেছে এলাকাবাসীর তৈরি করা ১১০ ফুট দৈর্ঘ্যরে একটি কাঠের সাঁকো। লোকজন উঠলেই সাঁকোটি থর থর করে কাঁপতে থাকে। এরই মধ্যে সাঁকোর রেলিং ও বিভিন্ন অংশের কাঠ নষ্ট হয়ে ভেঙে পড়েছে। এরপরও বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষার্থীসহ চার গ্রামের বাসিন্দারা।
খোঁজ নিয়ে জানা যায়, ছয় বছর আগে স্বেচ্ছাশ্রমে বরগুনার আমতলী সদর ইউনিয়নের নাচনাপাড়া সিংখালী খালের ওপর ১১০ ফুট দৈর্ঘ্যরে কাঠের সাঁকোটি নির্মাণ করে গ্রামবাসী। এর পর থেকে প্রতি বছরই চলাচলের জন্য সাঁকোটি সংস্কার করে আসছে নাচনাপাড়া, সিংখালী, দক্ষিণ আমতলী ও মরিচবুনিয়া গ্রামের বাসিন্দারা। তবে এখন সেই সাঁকোটি পরিণত হয়েছে মারণফাঁদে। স্থানীয়দের দাবি, এখানে একটি নতুন স্থায়ী সেতু নির্মাণ করে মানুষের দুর্ভোগ লাঘব করা হোক।
দক্ষিণ-পূর্ব আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছুমাইয়া বলে, প্রতিদিন আমাদের ঝুঁকি নিয়ে এই কাঠের সেতু পার হয়ে স্কুলে যাওয়া-আসা করতে হয়। সেতুটি ভেঙে গেলে আমাদের স্কুলে আসতে যেতে অনেক কষ্ট হবে।
সাবেক ইউপি সদস্য আবুল কালাম বলেন, দীর্ঘদিন ধরে আমাদের চার গ্রামের মানুষের ওই খাল পারাপারে খুবই সমস্যা হচ্ছিল। আমরা গ্রামবাসী ২০১৭ সালে একটি কমিটি করে আমাদের নিজেদের উদ্যোগে ১ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে ওই খালের ওপর একটি কাঠের সাঁকো নির্মাণ করি। সরকারিভাবে স্থায়ী একটি সেতু নির্মাণের জন্য ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের শরণাপন্ন হলেও আজ পর্যন্ত ওখানে কোনো সেতু নির্মিত হয়নি।
এ বিষয়ে আমতলী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবদুল্লাহ আল মামুন বলেন, সরেজমিন পরিদর্শন করে কাঠের সাঁকোর জায়গায় সেতু নির্মাণ প্রকল্পের প্রস্তাবনা পাঠানো হবে। অনুমোদন পেলেই নির্মাণ কাজ শুরু করা হবে।


আরো সংবাদ



premium cement
সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্থবিরতা প্রার্থিতা ফিরে পেতে ৩য় দিনে ১৫৫ জনের আপিল নাটোর কারাগারে অসুস্থ বিএনপি নেতার রামেক হাসপাতালে মৃত্যু ঝালকাঠিতে বাস-মাহিন্দ্র গাড়ির সংঘর্ষে নিহত ৩, আহত ৫ ই-অরেঞ্জের প্রতারণা : ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নির্বাচনের নামে তামাশা পুরোদমে চলছে : রিজভী ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৫৩৭ গ্রামের ২ ওয়ার্কশপমিস্ত্রিসহ ৩ বন্ধু বানালেন হেলিকপ্টার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মারুফের পরিচয়পত্র পেশ তেজগাঁওয়ে ক্রেনের আঘাতে ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

সকল