০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

বগুড়ায় মায়ের হত্যাকারী ছেলে গ্রেফতার

-

বগুড়ার সোনাতলায় জাহেরা বেওয়াকে (৮৫) গলা কেটে হত্যার অভিযোগে তার ছেলে হেলাল উদ্দিনকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব। গত রোববার সন্ধ্যায় র‌্যাব-১২ ও র‌্যাব-৪ যৌথভাবে অভিযান চালিয়ে মানিকগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে। তিনি জেলার সোনাতলা উপজেলার গাড়ামারা গ্রামের বাসিন্দা।
গত ২৫ আগস্ট রাত আড়াইটার দিকে কে বা কারা জাহেরা বেওয়াকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় জাহেরার বড় ছেলে সোনাতলা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। এরপর র‌্যাব সন্দেহজনক আসামি হিসেবে হেলালকে সন্দেহভাজন হিসেবে আটক করে। পরে নিজের মাকে হত্যার ঘটনায় হেলালকে গ্রেফতার দেখানো হয়।


আরো সংবাদ



premium cement