০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

শেরপুরে প্রভাবশালীর কুনজরে অসহায় মহিলা

সংবাদ সম্মেলনে নিরাপত্তা দাবি
-

বগুড়ার শেরপুরের এক নারী জীবনের নিরাপত্তা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। তিনি শেরপুর উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া শাহবন্দেগীর বাসিন্দা সনজিৎ কুমার রায়ের স্ত্রী ছবি রানী।
সোমবার বগুড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ছবি রানী লিখিত বক্তব্যে জানান, তিনি স্থানীয় ক্লিনিক ভীষণ ল্যাব অ্যান্ড হসপিটালে ম্যানেজার পদে চাকরি করেন। একই এলাকার প্রভাবশালী ব্যক্তি আব্দুল জুব্বার ফকির তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ১৪ মে সন্ধ্যায় তিনি কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে জুব্বার ফকির তার চার-পাঁচজন সন্ত্রাসী প্রকৃতির লোক নিয়ে তার পথরোধ করে চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে তিনি আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়ার পর তিনি ন্যায় বিচারের আশায় বগুড়া জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত ১৫ মে মামলা দায়ের করেন। এতে আব্দুল জুব্বার ফকিরকে আসামি করায় তিনি ক্ষিপ্ত হয়ে আবারো পথরোধ করে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দেন। মামলা তুলে না নিলে হত্যা করা হবে বলে জানান জুব্বার। এতে আতঙ্কিত হয়ে মামলা দায়ের করেন ছবি রানী। পরে তিনি জানতে পারেন জুব্বার তার নামে একটি মিথ্যা মামলা দিয়েছেন। এখন আব্দুল জুব্বার ও তার সন্ত্রাসী বাহিনী প্রতিনিয়ত তাকে হুমকি দিচ্ছে। তাতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না। তিনি জুব্বারকে গ্রেফতার করতে পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানান।


আরো সংবাদ



premium cement