০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

কোটালীপাড়ায় মামলার বাদিকে মারধর

-

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আল-আমিন শেখকে মারপিটের ঘটনায় করা মামলার বাদি আল-আমিনের মা পারভিন বেগমকে (৪৫) বেধড়ক মারপিট করেছে বিবাদি পক্ষ ও তাদের লোকজন। আহত পারভিন বেগম উপজেলার হিরণ গ্রামের আজগর আলী শেখের স্ত্রী। তাকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
সরেজমিনে জানা যায়, ছেলেকে মারপিটের ঘটনায় করা মামলায় বিবাদির বাড়ি পুলিশকে দেখিয়ে দিতে স্বামী ও সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী বর্ষাপাড়া গ্রামে যান পারভিন। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদিরা তাকে মারপিট করে।
আহত পারভিন বেগম জানান, পুলিশের কথা মতো আসামি লিংকন বিশ্বাসের বাড়ি দেখিয়ে দিতে গেলে বখতিয়ার মুন্সী, মোজাহিদ মুন্সী, লিপু বিশ্বাসসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাকে মারপিট এবং আহত করে। এ ব্যাপারে কথা বলার জন্য অভিযুক্ত বক্তিয়ার মুন্সী ও মোজাহিদ মুন্সীর বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি।
কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান জানান, এ বিষয়ে আরো একটি মামলা হয়েছে। আসামি গ্রেফতারের জন্য জোর চেষ্টা অব্যাহত রয়েছে।


আরো সংবাদ



premium cement