২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮ আশ্বিন ১৪৩০, ০৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

স্ত্রীকে গলা কেটে হত্যা : স্বামী পলাতক

-

নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে আফসানা আক্তার (২৮) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে স্বামী হযরত আলী (৩৮) পলাতক রয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিহতের মা বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় লিখিত অভিযোগ করেন। এর আগে গত বুধবার রাতে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের নলবাটা এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে রাতেই লাশ উদ্ধার করে নরসিংদী মর্গে পাঠিয়েছে।
নিহত আফসানা আক্তার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ এলাকার মুক্তিযোদ্ধা মরহুম আফসার উদ্দিনের মেয়ে। অপরদিকে স্বামী হযরত আলী একই ইউনিয়নের নলবাটা এলাকার সিদ্দিক মিয়ার ছেলে। তাদের তিনটি সন্তান রয়েছে।
মামলার এজাহারে জানা যায়, স্বামী হযরত আলী মালয়েশিয়া যাওয়ার সময় শ্বশুর বাড়ি থেকে তিন লাখ টাকা নেন। পরে বিদেশ থেকে আসার পর স্ত্রী আফসানাকে বাপের বাড়ি থেকে আরো এক লাখ টাকা এনে দিতে বলেন। এ নিয়েই তাদের মধ্যে ঝগড়া হয়। পরে গত বুধবার রাতে এর জের ধরে আফসানাকে গলা কেটে হত্যা করে হযবত আলী স্বামী পালিয়ে যায়।
এ ব্যাপারে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী বলেন, পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এটি এ ঘটনায় ব্যবহার করা হয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
‘গাড়ি না পাইলে আমার সোনা মানিকেগো লইয়া যামু কেমনে?’ বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু : অর্থ সহায়তা দিলেন পুলিশ সুপার নিষেধাজ্ঞার ব্যাপারে আমরা মার্কিন প্রশাসনের সাথে কথা বলব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের ৭টি ভেন্যু নিশ্চিত করলো আইসিসি বিপিএলসহ বাংলাদেশের ক্রিকেটে নিষিদ্ধ নাসির কানাডায় বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার আহ্বান অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারাল ভারত যুক্তরাষ্ট্রের ভিসানীতি বাস্তবায়ন শুরু অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র লিভার সিরোসিস ভোগাচ্ছে খালেদা জিয়াকে বাজেট নয়, উদ্দেশ্য পূরণ হবে না বলে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ

সকল