অপবাদ সইতে না পেরে শিক্ষকের আত্মহত্যা
- বগুড়া অফিস
- ০৯ জুন ২০২৩, ০০:০৫
ছাত্রীর সাথে অশোভনীয় আচরণের অপবাদ সইতে না পেরে হারুন-অর রশিদ (৫৫) নামে এক মাদরাসা শিক্ষক আদমদীঘিতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় আদমদীঘির কলাবাড়িয়া নামক স্থানে ব্রডগেইজ রেললাইনে ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের নিচে তিনি ঝাঁপ দেন। নিহত হারুন নওগাঁ জেলার রানীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের মুক্তিযোদ্ধা আজাহার শেখের ছেলে।
নিহত শিক্ষক হারুনের ভাতিজা আব্দুল মালেক খন্দকার জানান, তার চাচার বিরুদ্ধে করা অপবাদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করলে তিনি নির্দোষ প্রমাণিত হন। কিন্তু পরবর্তীতে তিনি এই মিথ্যা অপবাদ সইতে না পেরে ক্ষোভে দুঃখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক বাশার জানান, লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা