১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

আমদানির শুরুতেই সাতক্ষীরায় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২০ টাকা

-

আমদানির শুরুর এক দিন না যেতেই সাতক্ষীরার বাজারে পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা কমেছে। কয়েক দিন আগেও যে পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেই পেঁয়াজ মঙ্গলবার ৮০ টাকা দরে বিক্রি হয়েছে। আজ বুধবার এই দাম আরো কমতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এ দিকে টানা ৮১ দিন বন্ধ থাকার পর সোমবার বিকেল থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এ দিন ১১টি ট্রাকে ২৮৭ মেট্রিক টন পেঁয়াজ ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে পেঁয়াজ আসা শুরু হয়। বিকাল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭০ ট্রাক পেঁয়াজ প্রবেশ করেছে। তবে আরো ২৫ থেকে ৩০ ট্রাক পেঁয়াজ আজ ভোমরা বন্দর দিয়ে প্রবেশের আশা করছেন সিঅ্যান্ডএফ কর্তৃপক্ষের।
এ দিকে ভারতীয় পেঁয়াজ দেশের বাজারে প্রবেশ করতেই সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারে দাম কমতে শুরু করে। পেঁয়াজের দাম কিছুটা কমে আসায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের আমদানি বাড়লে দাম আরো কমে আসবে। সাধারণ ক্রেতাদের ক্রয়-ক্ষমতার মধ্যে চলে আসবে।
বাজারের খুচরা বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, সোমবার পর্যন্ত পেঁয়াজ পাইকারি ৯২ থেকে ৯৫ টাকা কেজি দরে কিনতে হয়েছে। আমরা খুচরা ১০০ টাকায় বিক্রি করেছি। মঙ্গলবার আমরা পেঁয়াজ ২০ টাকা কমে বিক্রি করতে পারছি। এতে ক্রেতারাও বেশ খুশি। আমদানি বাড়লে পেঁয়াজের দাম আরো কমে যাবে।
সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারের মুদি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুকুল বলেন, গত রোববার পর্যন্ত পেঁয়াজের দাম ৯৫ থেকে ১০০ টাকা কেজি ছিল। সরকার পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত ঘোষণার পর মঙ্গলবার থেকে পেঁয়াজের দাম কমে এসেছে। আমদানির সাথে সাথে পেঁয়াজের দাম আরো কমবে বলে মন্তব্য করেন তিনি।
অপর দিকে হঠাৎ পেঁয়াজের দাম কমে যাওয়ার কারণে অনেক পাইকারি ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে অধিক মুনাফা লাভের আশায় তারা পেঁয়াজের মজুদ বাড়িয়ে ছিলেন। সরকার হঠাৎ পেঁয়াজ আমদানির অনুমতি দিবেন এটা তারা বুঝে উঠতে পারেননি। ফলে লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদেরকে।
ভোমরার ব্যবসায়ী মা ট্রেডার্সের স্বত্বাধিকারী জি এম আমির হামজা বলেন, মঙ্গলবার ১০০ ট্রাকে প্রায় ৩ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি হতে পারে। বিকাল ৫টা পর্যন্ত প্রায় ৭০ ট্রাক পেঁয়াজ ঢুকেছে। আরো ৩০ ট্রাক ভোমরা বন্দরে ঢুকতে পারে। তিনি বলেন, পেঁয়াজের আমদানি মূল্য কেজি প্রতি ২৮ থেকে ৩০ টাকা পড়ছে।
ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ খান বলেন, ভোমরা বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। আজ ৬০ ট্রাক পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশের গেট পাস পেয়েছে। তবে এ সংখ্যা ছাড়িয়ে ১০০ ট্রাকের মতো ঢুকতে পারে। পেঁয়াজের অনেক গাড়ি ভোমরার বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় স্থলবন্দর এলাকায় প্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।
ভোমরা স্থলবন্দরের সুপার ইফতেখারুদ্দিন বলেন, সোমবার বিকালে ভোমরা বন্দর দিয়ে ১১ ট্রাকে ২৮৭ মেট্রিক টন পেঁয়াজ ঢুকেছে। মঙ্গলবার সকালে বন্দরে পেঁয়াজের গাড়ি ঢোকা শুরু করে। বিকাল ৫টা পর্যন্ত প্রায় ৭০ ট্রাক পেঁয়াজ বন্দরে ঢুকেছে। আরো ৩০ ট্রাক পেঁয়াজ আজ আমদানি হতে পারে বলে শোনা যাচ্ছে। তিনি বলেন, যেহেতু সরকার পেঁয়াজের আমদানির অনুমতি দিয়েছে বিধায় পুরনো এলসি যাদের করা ছিল তারা এলসি পরিবর্তন করে পেঁয়াজ আমদানির চেষ্টা করছে। এ জন্য দ্রুত পেঁয়াজ আসা শুরু হয়েছে। তবে এটি একটি চলমান প্রক্রিয়া।


আরো সংবাদ



premium cement