পিকআপ ভাড়া না দেয়ায় মালিককে ঘুষিতে হত্যা
- চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা
- ০৭ জুন ২০২৩, ০০:০৫
কুমিল্লার চান্দিনায় পিকআপ ভাড়া না দেয়ায় বিকাশ চন্দ্র দাস (৪২) নামে এক ব্যক্তিকে ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নারাচোঁ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আজিজুল ইসলাম আজুকে (২৮) দ্রুত গ্রেফতার দাবিতে ওই দিন রাত ১১টায় থানা গেটে এসে বিক্ষোভ করেন এলাকাবাসী। নিহত বিকাশ নারাচোঁ গ্রামের মৃত মনমোহন চন্দ্র দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী প্রতিবেশী শ্রীকান্ত চন্দ্র দাস, বাদল চন্দ্র দাস ও হৃদয় চন্দ্র দাস জানান, নারাচোঁ গ্রামে গৌতমের মৎস্য প্রজেক্ট সংলগ্ন মাঠে ক্রিকেট খেলা চলছিল। বিকাশ দাঁড়িয়ে খেলা দেখার সময় হঠাৎ আজু নামের ওই লোকটি এসে পাওনা টাকা চাওয়ার অজুহাতে বিকাশকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে শুরু করে। এক পর্যায়ে বিকাশ মাটিতে লুটে পরায় তাকে নবাবপুর বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে ঝলক দাস বলেন, গত ৩-৪ দিন আগে রাতে আজু বাবার কাছে ফোন করে পিকআপ ভাড়া চায়। তার লেনদেন ভালো না বিধায় আমার বাবা তাকে পিকআপ ভাড়া দেননি। ওই ঘটনার জের ধরে আজু আমার বাবাকে হত্যা করে।
এ ব্যাপারে চান্দিনা থানার ওসি সাহাবুদ্দীন খান জানান, নিহতের ছেলে ঝলক বাদি হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা