২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯ আশ্বিন ১৪৩০, ০৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

-

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন অ্যাডভান্স টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মাস্টারবাড়ি এলাকার মহাসড়ক প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখেন তারা।
শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর গ্রামে অবস্থিত অ্যাডভান্স টেক্সটাইল লিমিটেড নামে ওই কারখানাটিতে এক হাজার ৬৫০ নারী-পুরুষ শ্রমিক কর্মরত আছেন। গত এপ্রিল মাসের বেতন না দিয়ে একের পর এক তারিখ দিয়ে টালবাহানা করে আসছিল মিল কর্তৃপক্ষ। মঙ্গলবার বেতন দেয়ার কথা থাকলেও মিল কর্তৃপক্ষ দুই দিনের সময় চেয়ে রাতেই মিলগেটে নোটিশ টানিয়ে দেয়। এরই প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, শিল্প পুলিশ ও মডেল থানা পুলিশ কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে দাবির বিষয়ে আশ^াস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
ফ্যাক্টরির ম্যানেজার অ্যাডমিন মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ জানান, ব্যাংকিং সমস্যায় গত এপ্রিল মাসের বেতন দেয়া সম্ভব হয়নি। আগামীকাল বৃহস্পতিবার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।
শিল্প পুলিশ-৫ ময়মনসিংহ জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী সাইদুর রহমান জানান, মঙ্গলবার এপ্রিল মাসের বেতন দেয়ার কথা থাকলেও মিল কর্তৃপক্ষ দুই দিনের সময় চেয়ে মিলগেটে নোটিশ টানিয়ে দেয়ায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। পরে আগামী বৃহস্পতিবার বেতন দেয়ার সিদ্ধান্ত হলে অবরোধ তুলে নেন শ্রমিকরা।


আরো সংবাদ



premium cement
ছোট পরিসরে হলেও নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে ইইউকে সিইসির চিঠি ঈশ্বরদীতে বিয়ের দাওয়াত খেয়ে বরযাত্রীসহ শতাধিক অসুস্থ ডিএমপি কমিশনারকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি চন্দনাইশে পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহের জন্য পুরস্কার পেল ইসলামী ব্যাংক আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি প্রস্তুত পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় ৩০ জন আহত সখীপুরে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে যুবক নিহত অভিবাসন ইস্যুতে জার্মানির ওপর ক্ষুব্ধ ইতালি বাংলাদেশে ভিসানীতিতে যুক্ত হবে গণমাধ্যমও : পিটার হাস শিক্ষা বিস্তারে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান শিক্ষামন্ত্রীর

সকল