২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

জেলায় জেলায় বিএনপির অবস্থান কর্মসূচি

সৈয়দপুর বিএনপি অবস্থান কর্মসূচিতে বক্তৃতা করছেন কেন্দ্রীয় নেতা সৈয়দ আসিফা আশরাফী পাপিয়া : নয়া দিগন্ত -

বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়ন এবং আওয়ামী লীগ সরকারের দুর্নীতির প্রতিবাদে গতকাল শনিবার জেলা ও মহানগরীতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।
গাজীপুর মহানগর প্রতিনিধি জানান, বেলা ১১টায় নগরীর রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, স্বাধীনতার ৫২ বছরে পা দিয়ে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চেয়েছিলাম; কিন্তু এখন দেখছি একটি ভঙ্গুর বাংলাদেশ, দুর্ভিক্ষের বাংলাদেশ। দেশে বিচার ব্যবস্থা নেই, শাসন নেই, গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই। জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা: রফিকুল ইসলাম বাচ্চু, কাজী সাইয়্যেদুল আলম বাবুল, মেয়র মুজিবুর রহমান প্রমুখ। এদিকে একই স্থানে বেলা ২টায় মহানগর বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর সম্পাদক শিরিন সুলতানা বলেন, মানুষ খেতে পারছে না, অথচ এ সরকার মানুষের খাওয়া নিয়ে, দরিদ্রতা নিয়ে তামাশা করছে। যত দ্রুত সম্ভব এই সরকারকে বিদায় করতে হবে। মহানগর বিএনপির সদস্যসচিব শওকত হোসেন সরকারের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা: মাজহারুল আলম, মহানগর বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মোফাজ্জল হোসেন চেয়ারম্যান প্রমুখ।
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জানান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া বলেছেন, সরকারের নানামুখী অত্যাচারে নিষ্পেষিত সর্বস্তরের মানুষ আজ প্রতিমুহূর্তে আতকে উঠে বলে ‘ওরে বাবা আওয়ামী লীগ’। তিনি নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচি পালনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। গতকাল শনিবার বেলা ২টায় সৈয়দপুর শহরের শহীদ ডা: জিকরুল হক সড়কে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় সাবেক এমপি পাপিয়া বলেন, সরকার একের পর এক অন্যায় অবিচার অব্যাহত রেখে মানুষকে ভীত সন্ত্রস্ত করে রেখেছে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। জেলা সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শাহিন আক্তার শাহিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র নেতা অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, প্রভাষক শওকত হায়াত শাহ, সাবেক প্যানেল মেয়র জিয়াউল হক প্রমুখ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, সারা দেশের মতো কেন্দ্রীয় নির্দেশনায় অবস্থান কর্মসূচি পালন করছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতির প্রতিবাদ ও সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। গতকাল শনিবার জেলা প্রেস ক্লাব চত্বরে বেলা ২টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি বিকেল ৪টা পর্যন্ত চলে। কর্মসূচিতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আবদুল জব্বার সোনার সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মামুন আহমেদ। প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরিফুজ্জামান শরীফ।
শরীয়তপুর প্রতিনিধি জানান, গতকাল শনিবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শরীয়তপুর শহরের ধানুকায় এ কর্মসূচি পালন করা হয়। শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান কিরণের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আহমেদ গ্রুপের চেয়ারম্যান সাঈদ আহমেদ আসলাম, সহসভাপতি জাহাঙ্গীর আলম কাশেম, শাহ আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, দফতর সম্পাদক কামরুল হাসান, জেলা কৃষক দলের সভাপতি বি এম হারুন অর রশিদ প্রমুখ।
বরগুনা প্রতিনিধি জানান, গতকাল শনিবার বেলা ২টায় দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান। আরো বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক, তালিমুল ইসলাম পলাশ প্রমুখ।
মেহেরপুর প্রতিনিধি জানান, গতকাল শনিবার বেলা ১১টায় জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন প্রমুখ।


আরো সংবাদ



premium cement
গাজায় সাহায্য বাড়াতে ইসরাইলকে নির্দেশ আইসিজের দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ বস্ত্র-পাট খাতে চীনের বিনিয়োগ চায় বাংলাদেশ জামালপুরে সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি মামলায় আ’লীগ নেতা গ্রেফতার গাজায় অনাহার যুদ্ধাপরাধ হতে পারে : জাতিসঙ্ঘ ‘প্রত্যেককে কোরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে’ মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা বছরে পৌনে ৩ লাখ মানুষের মৃত্যু দূষণে

সকল