০৪ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৪ জিলকদ ১৪৪৪
`

সুনামগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা বিষয়ে সেমিনার

-

‘কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে, থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়ে গড়ব বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুারো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে শহরের হালুয়ারগাঁও এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবদুর রবের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের প্রধান সহকারী মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ, প্রবাসী কল্যাণ ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক নিবারন চন্দ্র বিশ্বাস, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস, প্রতিষ্ঠানের সিনিয়র ইনস্ট্রাক্টর (অটো-ডিজেল) হাবিব উল্ল্যাহ, সিনিয়র ইনস্ট্রাক্টর (ইলেকট্রিক্যাল) বাপ্টু পুরকায়স্থ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, অনেকেই বিদেশে যেতে চান পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে। কিন্তু বিদেশে যেতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের যারা কম শিক্ষিত কিংবা উচ্চ শিক্ষিত তাদেরকে বুঝে শুনে দালালদের খপ্পরে যাতে পড়তে না হয় সেদিকে খেয়াল রেখে বৈধভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সঠিক ভিসা নিয়ে যেতে হবে। এতে যেমন কর্মসংস্থানের নিশ্চয়তা থাকবে, মাস শেষে বেতনও সঠিকভাবে পাওয়া যাবে। তখনই কেবল পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনা সম্ভব।


আরো সংবাদ


premium cement
জেব্রা ক্রসিং ও ট্রাফিক আইন সম্পর্কে রাজধানীর অনেকেই সচেতন নন এরদোগানের শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতির যোগদান শিক্ষা উপকরণের দাম বাড়ায় শিক্ষার্থী ঝরে পড়ার শঙ্কা ইটালিতে ডুবে যাওয়া নৌকায় কেন এত গুপ্তচর ছিল মিয়ানমারে মোখায় ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ ভারতে ট্রেন দুর্ঘটনায় ৪ বাংলাদেশী নিখোঁজ, আহত ২ রশিদ খানকে টেস্টে ভয় পান না আকরাম, আফগানিস্তানকে করছেন সমীহ কৃষি মন্ত্রণালয় অনুমোদন দিলেই পেয়াজ আমদানী : বাণিজ্যমন্ত্রী বসিক নির্বাচন : প্রার্থীদের বিরামহীন প্রচারণা বাজেটে ঋণের ওপর অতি নির্ভরতায় যেসব সঙ্কট হতে পারে আটলান্টিক পেরিয়ে আমেরিকায় না গেলে কিচ্ছু যায় আসে না : প্রধানমন্ত্রী

সকল