১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

আত্রাইয়ে প্রশাসনিক এলাকায় দুর্গন্ধময় জলাবদ্ধতা

আত্রাই উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে জলাবদ্ধতায় দুর্গন্ধ ছড়াচ্ছে : নয়া দিগন্ত -

নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ সরকারি অফিসের সামনে জলাবদ্ধতার কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে। দীর্ঘদিন যাবত এখানে পানি জমে থাকার ফলে উৎকট দুর্গন্ধ বের হওয়ায় বিভিন্ন রোগ জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিন দেখা গেছে, উপজেলা পরিষদ মিলনায়তনের উত্তর পাশে রয়েছে উপজেলা খাদ্য অফিস, উপজেলা সমবায় অফিস, উপজেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন সরকারি অফিস। এসব অফিসের লোকজনসহ জনসাধারণকে মিলনায়তনের উত্তর-পূর্ব দিক দিয়ে চলাচল করতে হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে ওই মিলনায়তনের উত্তর পাশে জলাবদ্ধতা থেকে তীব্র দুর্গন্ধ ছড়ানোর ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে লোকজন। এ ছাড়া মিলনায়তনের পূর্ব পাশের রাস্তার দশাও বেহাল। উপজেলা সমাজসেবা অফিসের লোকজন ছাড়াও বিভিন্ন সেবা প্রার্থী লোকজনকে চরম কষ্ট করে যাতায়াত করতে হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোশারেফ হোসেন বলেন, দুর্গন্ধের ফলে আমাদের অফিসে বসা মুশকিল হয়ে পড়েছে। এখান থেকে এডিস মশা জন্ম নিয়ে ডেঙ্গু রোগ ছড়ানোরও আশঙ্কা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, বিষয়টি আমি দেখেছি। উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল