১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

চুয়াডাঙ্গায় ৭ স্বর্ণের বার উদ্ধার

-

চুয়াডাঙ্গার জীবননগর থেকে সাতটি স্বর্ণের বারসহ জুয়েল হোসেন (৩৮) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। শুল্ককর ফাঁকি দিতেই অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে ভারতে স্বর্ণের বারগুলো পাচার হচ্ছিল। শনিবার সকালে জীবননগর মোল্লাবাড়ি মোড় থেকে বিজিবি অভিযান চালিয়ে বারগুলো আটক করে। যার ওজন ৮২৯.২৭ গ্রাম। বাজার মূল্য প্রায় ৬৪ লাখ টাকা। আটক জুয়েল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণচাদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
মহেশপুর ৫৮ বিজিবি পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের বার পাচারের সংবাদ পেয়ে নতুনপাড়া বিওপির একটি টহল দল জীবননগর মোল্লাবাড়ি মোড় থেকে জুয়েলকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছোট বড় সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement