৮০ বছর পেরিয়ে গেলেও পাননি কোনো ভাতার কার্ড
- বেনাপোল (যশোর) সংবাদদাতা
- ২৫ মার্চ ২০২৩, ০০:০৫
যশোরের শার্শা উপজেলার রুদ্রপুরের রায়লা খাতুন ৮০ বছর বয়সেও পাননি বয়স্ক ও বিধবা ভাতার কার্ড। উপজেলার কায়বা ইউনিয়নের সীমান্তবর্তী রুদ্রপুর গ্রামের মৃত বিশে মণ্ডলের স্ত্রী রায়লা খাতুন। ৬ বছর আগে তার স্বামী বিশে মণ্ডল ৯০ বছর বয়সে মারা যান। তারও কোনো বয়স্ক ভাতার কার্ড ছিল না।
রায়লা খাতুনের সাতটি সন্তান রয়ছে। তার বড় ছেলের বয়স ৬০ বছর। তিনিও কোনো ভাতার কার্ড পাননি।
রায়লা খাতুনে পুত্রবধূ বারিছোন বিবি জানান, মেম্বরসহ অনেককে জানানো হয়েছে ভাতার কার্ড করে দেয়ার জন্য। কিন্তু কেউ কর্ণপাত করেননি।
রুদ্রপুর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, সরকারের পক্ষ থেকে পরবর্তীতে যখন বরাদ্দ আসবে তখন তাকে একটি ভাতার কার্ড করে দেয়া হবে।
এ ব্যাপার শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল জানান, রায়লা খাতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি দরখাস্ত করলে প্রশাসন আইনের মাধ্যমে তার ভাতার কার্ডের ব্যবস্থা করে দেবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা