১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

মৃত্যুর মুখে ভৈরব নদ

-

যশোরের শিল্প বাণিজ্য ও বন্দর নগর নওয়াপাড়ার প্রাণ ভৈরব নদ মৃত্যুর প্রহর গুনছে। অপরিকল্পিত সেতু নির্মাণ, অবৈদ দখল ও অপরিকল্পিত ড্রেজিং ব্যবস্থাপনার কারণে বিখ্যাত এ বন্দর মুখ থুবড়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। সেতু সংলগ্ন এলাকাসহ নদীর বন্দর এলাকার বেশ কিছু স্থানে নদীর তলদেশে পলি জমে বড় বড় চরের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ভৈরব সেতুসংলগ্ন এলাকায় নদী সংকীর্ণ হয়ে মরা খালে রূপ নিয়েছে। আর জেগে ওঠা চরে ঘাস জন্মাতে শুরু করেছে। নদীর মাঝ বরাবর পর্যন্ত জেগে ওঠা চরে গরু চরে চড়তে দেখা গেছে। ফলে আমদানিকারক, ব্যবসায়ী ও স্থানীয় সচেতন মহলে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। অচিরেই ভৈরব নদের সীমানা বরাবর চর কেটে যথাযথভাবে ড্রেজিং না করা হলে ভৈরব নদ একসময় স্মৃতি হয়ে বেঁচে থাকবে এমনটিই শঙ্কা সচেতন মহলের। ছবিটি ভৈরব সেতু সংলগ্ন এলাকার। অভয়নগর (যশোর) সংবাদদাতা।


আরো সংবাদ



premium cement