নাজিরপুরে কলেজছাত্রী লামিয়া হত্যার বিচার দাবিতে বিক্ষোভ
- নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা
- ২২ মার্চ ২০২৩, ০০:০৫
পিরোজপুরের নাজিরপুরে কলেজছাত্রী লামিয়া হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল মঙ্গলবার দুুপুরে উপজেলা পরিষদ গেটে এই মানববন্ধকন অনুষ্ঠিত হয়। সরকারি বঙ্গমাতা কলেজের অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদারের সভাপতিত্বে মানববন্ধনে সরকারি বঙ্গমাতা মহিলা কলেজ, নাজিরপুর ডিগ্রি কলেজ, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও নিহত লামিয়ার সহপাঠীসহ স্থানীয়রা অংশ নেন।
এ সময়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী তাপস, নিহত লামিয়ার মা রাজিয়া বেগম, খালা সাবিনা ইয়াছমিন প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা