ভাণ্ডারিয়ায় বিএনপির ৩২ নেতাকর্মী জামিনে মুক্ত
- ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
- ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৫
পিরোজপুরের ভাণ্ডারিয়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড অফিসের কেয়ারটেকার দুলাল কাজীর দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় এজাহারভুক্ত বিএনপির ৩২ নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন। গত ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চার দিন আগে আসামিরা মিছিল করে একটি রিকশায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ করেছে এমন অভিযোগে এ মামলা দায়ের করা হয়। বাদি দুলাল কাজী মোট ৩৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ৫০-৬০ ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পরে পাঁচজন হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। অন্য ৩২ জন মঙ্গলবার পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক ৩৭ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেন।
ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন জানান, এ মামলাটি একটি মিথ্যা, ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলা। এভাবে সারা দেশে গায়েবি মামলা দিয়ে সরকার বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হয়রানি করে আসছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা