২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ফরিদপুরে বিএনপির গণবিক্ষোভ উপলক্ষে প্রস্তুতি সভা

-

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ৪ ফেব্রুয়ারি ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণবিক্ষোভ কর্মসূচি উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের কাঠপট্টিস্থ দলীয় কার্যালয়ে এ সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও জেলা নেতারা অংশ নেন।
জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন।
এ সময় অন্যান্যের মধ্যে কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, খন্দকার ফজলুল হক টুলু, গোলাম রব্বানী ভূঁইয়া রতন ও আজম খান, মাদারীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির, জেলা কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন অর রশীদ, মহিলা দলের জেলা সভাপতি নাজনীন রহমান, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশব্যাপী সন্ত্রাস, সরকারের দমনপীড়ন, নেতাকর্মীদের মুক্তি ও গ্যাস-বিদ্যুতের দাম কমানোর দাবিসহ ১০ দফা দাবি আদায়ে আগামী শনিবার দেশব্যাপী বিভাগীয় শহরে গণবিক্ষোভ অনুষ্ঠিত হবে। কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।


আরো সংবাদ



premium cement
আবাহনী-মোহামেডান ম্যাচে মারামারি, মাঠ ছেড়ে উঠে গেল সাদা-কালোরা কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী

সকল