২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মুক্তিপণ না পেয়ে হত্যা ৫ জনের যাবজ্জীবন

-

অপহরণ করে দাবিকৃত মুক্তিপণ না দেয়ায় এক যুবককে হত্যার অভিযোগে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের সাজা দেয়া হয়েছে। এ ছাড়া অপহরণের দায়ে একই আসামিদের সাত বছর করে সশ্রম করাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মতিয়ার রহমান বুধবার এ রায় দেন। মামলায় অভিযোগপত্র ভুক্ত বাকি চার আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো ফরিদপুরের নগরকান্দা উপজেলার মেঘারকান্দি গ্রামের সিরাজ মোল্লা (৫১), ইমারত মোল্লা (৪৬), কালাম মোল্লা (৪৮), সুবল টিকাদার (৬১) ও রঙ্গেশ্বর মণ্ডল (৪৬) । এদের মধ্যে রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত প্রথম তিন আসামি আদালতে হাজির ছিল।
আদালত সূত্রে জানা যায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চালচা গ্রামের বাসিন্দা কানাইলাল মণ্ডলের ছেলে ধ্রুব মণ্ডলকে (২২) অপহরণের পর পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা না দেয়ায় পরের দিন ধ্রুবকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ মেঘারকান্দি গ্রামে একটি গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় ওই বছরের ২৮ জানুয়ারি নিহতের বাবা কানাইলাল মণ্ডল বাদি হয়ে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) গোলাম হোসেন মৃধা জানান, এ মামলায় আদালত অপহরণ ও হত্যা দুটি পৃথক অভিযোগে আসামিদের সাজা দেন। দুটি অভিযোগের সাজা এক সাথে ভোগ করায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করলেই চলবে।


আরো সংবাদ



premium cement
নাটোরে স্কুলছাত্রকে ডেকে নিয়ে হত্যা, আটক ৪ মেহেদির রঙ শুকানোর আগেই দুর্ঘটনায় তরুণ নিহত ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর কালিয়াকৈরে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ী বাবা-ছেলে আহত কাপাসিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২ রাশিয়ার ২৬টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের উত্তর কোরিয়ার সাথে আলোচনার ক্ষেত্র তৈরি করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র মাগুরায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু মিয়ানমারে সামরিক বাহিনী ‘অস্থায়ীভাবে’ ক্ষমতায় রয়েছে : জান্তা প্রধান গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলচালক নিহত উত্তরপ্রদেশে কারাগারে মুসলিম রাজনীতিবিদের মৃত্যু : ছেলের অভিযোগ বিষপ্রয়োগের

সকল