২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
রাজবাড়ী বার নির্বাচন

প্রচারণায় এগিয়ে জাতীয়তাবাদী প্যানেল

-

জমে উঠেছে রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। এ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী আদালতপাড়া এখন সরগরম। প্রার্থীরা একক ও যৌথভাবে ছুটচ্ছেন আইনজীবী ভোটারদের বাড়ি বাড়ি। ১১ সদস্য বিশিষ্ট পরিষদে এখানে তিনটি পরিষদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। প্যানেলগুলো হলো জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ, সাধারণ আইনজীবী পরিষদ ও আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুটি পদে দু’জন নির্বাচন করেছেন। তবে প্রচার প্রচারণার গতি ও ভোটারদের সাথে কথা বলে বোঝা যায়, তিন প্যানেলের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের বিজয়ের সম্ভাবনা বেশি। এ নির্বাচনে ২০৪ জন ভোটার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট দেবেন।
নির্বাচন কমিশনার অ্যাডভোকেট অশোক কুমার সাহা, সহকারী কমিশনার অ্যাডভোকেট মারুফুল হাসান শামীম ও অ্যাডভোকেট ওবায়দুর রহমান বলেন, জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সভাপতি পদে এ এন এম শাহিদুল ইসলাম, সহসভাপতি পদে আজিজুল ইসলাম টিটু খান, সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক (২), সহ-সাধারণ সম্পাদক পদে রহিমা খাতুন লিলি ও আসাদুজ্জামান আসাদ, ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে সাজেদুর রহমান ইদ্রিস এবং সদস্য পদে হেদায়েত উল্লাহ মিয়া, মাহফুজুর রহমান, রকিবুল হাসান রুমা, তুহিন শেখ ও নাজমুল হক লিটন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ আইনজীবী পরিষদের সভাপতি পদে এ টি এম মোস্তফা, সহসভাপতি পদে খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক বিজন কুমার বোস, সহ-সাধারণ সম্পাদক পদে তসলিম আহম্মেদ তপন ও খান মোহাম্মদ জহুরুল হক, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিপ্লব কুমার রায় এবং সদস্য পদে বকুল ভৌমিক, সাখাওয়াৎ হোসেন সালেহ, সুখেন্দু চক্রবর্তী, রফিকুল ইসলাম ও সাগর আলী খান নির্বাচনে লড়ছেন। আওয়ামী আইনজীবী পরিষদে সভাপতি পদে আনোয়ার হোসেন, সহসভাপতি পদে আনিসুর রহমান, সাধারণ সম্পাদক পদে নিরঞ্জন কুমার বাড়ৈ, সহ-সাধারণ সম্পাদক পদে আবুল বাশার মোহাম্মদ শরীফ ও আশরাফুল হাসান আশা, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আহম্মদ আলী মৃধা বাটু এবং সদস্য পদে নিজাম উদ্দিন শেখ, অনুপ কুমার দাস, সাথী খানম, খন্দকার ছানোয়ার হোসেন ও সূর্য কান্ত সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আরো সংবাদ



premium cement