২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
রাজবাড়ী বার নির্বাচন

প্রচারণায় এগিয়ে জাতীয়তাবাদী প্যানেল

-

জমে উঠেছে রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। এ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী আদালতপাড়া এখন সরগরম। প্রার্থীরা একক ও যৌথভাবে ছুটচ্ছেন আইনজীবী ভোটারদের বাড়ি বাড়ি। ১১ সদস্য বিশিষ্ট পরিষদে এখানে তিনটি পরিষদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। প্যানেলগুলো হলো জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ, সাধারণ আইনজীবী পরিষদ ও আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুটি পদে দু’জন নির্বাচন করেছেন। তবে প্রচার প্রচারণার গতি ও ভোটারদের সাথে কথা বলে বোঝা যায়, তিন প্যানেলের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের বিজয়ের সম্ভাবনা বেশি। এ নির্বাচনে ২০৪ জন ভোটার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট দেবেন।
নির্বাচন কমিশনার অ্যাডভোকেট অশোক কুমার সাহা, সহকারী কমিশনার অ্যাডভোকেট মারুফুল হাসান শামীম ও অ্যাডভোকেট ওবায়দুর রহমান বলেন, জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সভাপতি পদে এ এন এম শাহিদুল ইসলাম, সহসভাপতি পদে আজিজুল ইসলাম টিটু খান, সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক (২), সহ-সাধারণ সম্পাদক পদে রহিমা খাতুন লিলি ও আসাদুজ্জামান আসাদ, ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে সাজেদুর রহমান ইদ্রিস এবং সদস্য পদে হেদায়েত উল্লাহ মিয়া, মাহফুজুর রহমান, রকিবুল হাসান রুমা, তুহিন শেখ ও নাজমুল হক লিটন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ আইনজীবী পরিষদের সভাপতি পদে এ টি এম মোস্তফা, সহসভাপতি পদে খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক বিজন কুমার বোস, সহ-সাধারণ সম্পাদক পদে তসলিম আহম্মেদ তপন ও খান মোহাম্মদ জহুরুল হক, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিপ্লব কুমার রায় এবং সদস্য পদে বকুল ভৌমিক, সাখাওয়াৎ হোসেন সালেহ, সুখেন্দু চক্রবর্তী, রফিকুল ইসলাম ও সাগর আলী খান নির্বাচনে লড়ছেন। আওয়ামী আইনজীবী পরিষদে সভাপতি পদে আনোয়ার হোসেন, সহসভাপতি পদে আনিসুর রহমান, সাধারণ সম্পাদক পদে নিরঞ্জন কুমার বাড়ৈ, সহ-সাধারণ সম্পাদক পদে আবুল বাশার মোহাম্মদ শরীফ ও আশরাফুল হাসান আশা, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আহম্মদ আলী মৃধা বাটু এবং সদস্য পদে নিজাম উদ্দিন শেখ, অনুপ কুমার দাস, সাথী খানম, খন্দকার ছানোয়ার হোসেন ও সূর্য কান্ত সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আরো সংবাদ



premium cement
জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ বাতিল করে কেন নতুনের জন্য বিজ্ঞপ্তি! বাইডেনের মেয়াদে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতির কোনো আশা নেই : রুশ রাষ্ট্রদূত ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০ নিউইয়র্কে মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ফ্ল্যাট জব্দ করবে যুক্তরাষ্ট্র! টাঙ্গাইলে লরি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১ জিম্বাবুয়ে সিরিজে অনিশ্চিত সৌম্য

সকল