২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

জাপানি গেঞ্জিতেও মধুমতি সেতু

-

নড়াইলের লোহাগড়া উপজেলার তিনটি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৩০০ শিশু শিক্ষার্থী জাপানি উপহারসামগ্রী পেয়েছে। জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান টেককেন করপোরেশনের কর্মকর্তারা সোমবার দুপুরে শিশুদের হাতে একটি করে হলুদ রঙের টি-শার্ট, ক্যাপ ও মগ উপহার দেন। এ সময় টেককেন করপোরেশনের প্রকল্প ব্যবস্থাপক কাজুও তাকেউছি, উপ প্রকল্প ব্যবস্থাপক তেছুয়া মাতুয়ামা, উপমহাব্যবস্থাপক হিরোকাজু ইপ্পনছুগ, ব্যবস্থাপক নাওমি ওয়াতানাবে, ব্যবস্থাপক (প্রশাসন) আল আমিন সরকার ও জ্যেষ্ঠ নির্বাহী (প্রশাসন) ফকরুল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন। হলুদ রঙের টি-শার্টে দেশের প্রথম ছয় লেনের মধুমতি সেতু’র ছবি স্থান পেয়েছে। টেককেন করপোরেশনের প্রকল্প ব্যবস্থাপক কাজুও তাকেউছি বলেন, বাংলাদেশের প্রথম ছয় লেনের মধুমতি সেতু নির্মাণ করেছে টেককেন করপোরেশন। আমাদের কর্মকর্তারা দীর্ঘ দিন কালনা এলাকায় ছিলেন। সঙ্গত কারণে এ এলাকার শিশু শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দিতে পেরে খুশি আমরা।

 


আরো সংবাদ



premium cement