০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০, ১৫ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

হোসেনপুরে মালচিং পদ্ধতিতে শসা চাষে চমক

মালচিং পদ্ধতির শসাক্ষেতে তরুণ উদ্যোক্তা আলমগীর : নয়া দিগন্ত -

মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে মালচিং পদ্ধতিতে হাইব্রিড শসা উৎপাদন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন মাদরাসা ছাত্র আলমগীর। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার রামপুর গ্রামের আলমগীর বৈজ্ঞানিক পদ্ধতিতে শসার বাম্পার ফলন ফলিয়ে ইতোমধ্যে রামপুরকে পরিচিত করেছেন শসার গ্রাম হিসেবে।

সরেজমিন জানা যায়, রামপুর গ্রামের কৃষক সৈয়দুজ্জামানের ছেলে আলমগীর আলিম পাস করে চাকরির পেছনে না ঘুরে কৃষি কাজে মনোযোগী হন। নিজের টাকায় ও উপজেলা কৃষি অফিসের প্রযুক্তিগত সহায়তায় গত জুলাই মাসের শুরুতে বাড়ির পাশে ৫০ শতক পতিত জমিতে শসার আবাদ শুরু করেন। বর্ষা মৌসুমে ফ্যান্টাসি-২, থাইল্যান্ড-১ ও ৫৭৭ এবং আগাম ৩৫ জাতের শসার বীজ বপন করেন। মালচিং পদ্ধতিতে বেড তৈরি এবং রাসায়নিক ও জৈব সার একসাথে প্রয়োগ করে আবাদকৃত জমি পলিথিনের মালচিং সেড দিয়ে ঢেকে দেয়া হয়। এতে অতি বৃষ্টিতেও মাটির গুণাগুণ নষ্ট হয় না। তা ছাড়া এ পদ্ধতিতে কৃষকের উৎপাদন খরচ অনেক কম হয়।

আবার ফ্যান্টাসি-২ জাতের শসা রোপণের ৩৫ দিনের মধ্যে ফুল আসে ও ৬৫ দিন পর্যন্ত ভালো ফলন পাওয়া যায়। অন্যান্য জাতের হাইব্রিড শসার জীবনকাল ৭৫-৮০ দিন। কম সময়ে ফলন বেশি।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস ও উপসহকারী কৃষি কর্মকর্তা আলিমুল শাহান জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গ্রামের এক ইঞ্চি জমিও যাতে পতিত না থাকে এবং সারা বছর সবজি উৎপাদনের লক্ষ্যে রামপুর গ্রামের কৃষকদের বিভিন্ন জাতের সবজি চাষে উদ্ধুদ্ধ করায় তারা লাভবান হচ্ছেন। তাদের দেখাদেখি অন্যরাও শসা চাষে অনুপ্রাণিত হচ্ছেন।


আরো সংবাদ



premium cement
কালীগঞ্জে ইউএনও'সহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা যে কারণে রবীন্দ্রসঙ্গীত একেবারেই গাইতেন না শচীন দেব পদ্মায় নিখোঁজ সেই রিকশাচালক ১০০ দিন পর জীবিত ফিরল খালেদা জিয়ার বিদেশ যেতে বাধা প্রধানমন্ত্রীর বক্তব্যেরই বাস্তবায়ন : রিজভী চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন রাবির আমীর আলী হলে ডাইনিং-এ ‘মেস সিস্টেম' চালু পাকিস্তানকে সাহায্য করতে প্রস্তুত ইরান : সেনাপ্রধান বিশ্বকাপে নজর কাড়তে পারেন এই ৫ তরুণ জামালপুরের বকশীগঞ্জে ইজিবাইকের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত মহাদেবপুরে পারিবারিক কলহে এনজিও পরিচালকের আত্মহত্যা ডিগ্রি তৃতীয় বর্ষের ২ অক্টোরের পরীক্ষা ১৪ নভেম্বর

সকল